বরিশাল জেলা সমিতি, ঢাকা

বরিশাল জেলা সমিতি উদ্দেশ্য ও লক্ষ্য

ক. যেকোনো অঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা ও সর্বপ্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে থাকিয়া শান্তি, প্রগতি ও সাম্যের ভিত্তিতে মানুষের সেবা করাই হইবে এই সমিতির প্রথম ও প্রধান আদর্শ;
খ. জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে বরিশাল জেলার সর্বস্তরের জনগণের মধ্যে পরিচিতি, সংহতি, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা;
গ. সমিতির সদস্যবর্গেরও মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা এবং আপদে-বিপদে একে অপরের সাহায্যে আগাইয়া আসার মনোভাব সৃষ্টি করা এবং সেই সে বিপদগ্রস্ত সদস্যকে যথাসম্ভব সাহায্য করা;
ঘ. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বরিশাল জেলার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা;
ঙ. বরিশাল জেলার কোনো ব্যক্তি যিনি শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, সমাজকল্যাণ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখিয়াছেন কিন্তু দারিদ্র্য অথবা অন্য কোনো কারণে বিশেষ সহানুভ‚তি পাওয়ার যোগ্য বিবেচিত হইলে অথবা অস্বচ্ছল বা অসুস্থ বা প্রাকৃতিক দূর্যোগ বা অন্যকোনো কারণে প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আর্থিক মঞ্জুরী বা অনুদান/সাহায্য প্রদান করা।
চ. বরিশাল জেলার কোনো ব্যক্তি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা, খেলাধুলা, সমাজকল্যাণ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখিলে তাহাকে জীবদ্দশায় কিংবা মরণোত্তর ‘বরিশাল জেলা সমিতি পদক’ ও এককালীন আর্থিক মঞ্জুরি প্রদান করা;
ছ. উপরের ‘ঘ’, ‘ঙ’ ও ‘চ’ উপ-ধারায় বর্ণিত প্রতিটি উদ্দেশ্য সাধনের জন্য আলাদা আলাদা স্থায়ী কল্যাণ তহবিল ও নির্বাহী পরিষদ কর্তৃক গঠিত আলাদা আলাদাবিশেষ উপ-পরিষদ থাকিবে। উক্ত বিশেষ উপ-পরিষদ নির্বাহী পরিষদ কর্তৃক প্রণীত বিধিমালা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করিবে। উল্লিখিত কল্যাণ তহবিলের মূল্য টাকা ব্যাংক/ডাকঘর সঞ্চয় ব্যাংক/জাতীয় সঞ্চয় ব্যুরোতে চিরস্থায়ী আমানত হিসেবে গচ্ছিত থাকিবে। বর্ণিত লক্ষ্যে স্থায়ী তহবিলের লভ্যাংশ হইতে বিধি মোতাবেক খরচ করিতে হইবে। কোনো অবস্থাতেই মূল তহবিল খরচ করা যাইবে না।
জ. সদস্যবৃন্দের তথা বরিশালের অধিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাÐের প্রসার ও বিকাশে সহায়তামূলক ব্যবস্থা, কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করা;
ঝ. বরিশাল জেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি, শিল্প, প্রশাসনিক ইত্যাদি ক্ষেত্রের সমস্যাবলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নিকট যথাযথভাবে তুলিয়া ধরা এবং উহার সমাধানকল্পে বিশেষ ভ‚মিকা রাখা;
ঞ. সদস্যগণের মানসিক উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে সাহিত্য সভা, বিতর্ক সভা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে অংশ গ্রহণের আকর্ষণ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কর্মসূচি গ্রহণ করা;
ট. সমিতির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য ন্যায়সংগত ও বৈধ উপায়ে অর্থ সংগ্রহ ও তহবিল গঠন করা; এবং
ঠ. উপর্যুক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক সকল সুচিন্তিত ও সুবিবেচিত পদক্ষেপ গ্রহণ করা।

= সমাপ্ত =