ক) সাধারণ সদস্যপদ লাভে ইচ্ছুক প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে এবং নির্বাহী পরিষদ কর্তৃক ধার্যকৃত ভর্তি ফি ও বার্ষিক চাঁদা নিয়মিত প্রদান করিতে হইবে।
খ) আজীবন সদস্যপদ লাভে আগ্রহী প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে এবং নির্বাহী পরিষদ কর্তৃক ধার্যকৃত পরিমাণ অর্থ একসঙ্গে প্রদান করিতে হইবে। আজীবন সদস্যকে ভর্তি ফি ও বার্ষিক চাঁদা দিতে হইবে না।
গ) সদস্যপদ লাভের যেকোনো আবেদন নির্বাহী পরিষদ গ্রহণ বা নাকচ করিতে পারিবে। তবে নাকচ করার ক্ষেত্রে আবেদনকারী তাহার দরখাস্ত পুনর্বিবেচনার জন্য সাধারণ সভায় পেশ করিতে পারিবেন, এবং এই ব্যাপারে সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তই চ‚ড়ান্ত বলিয়া গণ্য হইবে।
ঘ) কোনো সদস্য সমিতি ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সদস্যপদ হারালে তিনি পুনরায় সদস্যপদ লাভে অযোগ্য বলিয়া গণ্য হইবেন।
সদস্যের প্রকার ও যোগ্যতা
ঢাকা মহানগরীতে বসবাসকারী বরিশাল জেলার ভৌগোলিক ও প্রশাসনিক এলাকার যেকোনো
সুস্থ ব্যক্তি নারী-পুরুষ-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গঠনতন্ত্র অনুসারে সমিতির সাধারণ সদস্যপদ
লাভ করিতে পারিবেন। তবে আঠারো বছরের কম বয়সের কোনো ব্যক্তিকে সদস্য করা যাইবে
না। সদস্য তিন প্রকার হইবেঃ
ক) সাধারণ সদস্য
খ) আজীবন সদস্য ও
গ) উপদেষ্টা পরিষদ সদস্য।
= সমাপ্ত =