বরিশাল জেলা সমিতি, ঢাকা

মীর্জা জাহাঙ্গীর হোসেন শানুর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : 12:30 PM 01 Sep, 2024

মো. মঞ্জুর হোসেন ঈসা বিশেষ প্রতিনিধি বরিশাল জেলা সমিতির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মীর্জা জাহাঙ্গীর হোসেন শানুর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল পুরোনো বায়তুল খায়ের বরিশাল জেলা সমিতির নিজস্ব কার্যালয়ে ৩১ শে আগস্ট, শনিবার বাদ আসর অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার সমিতির সভাপতি প্রকোশলী ইকবাল হোসেন তাপসের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সর্দার মোঃ মুজিবর রহমান, মরহুমের বড়ভাই মীর্জা মোজাম্মেল হোসেন, মরহুমের মেয়ে ব্যাংকার শারমিন জাহান, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মশিউজ্জামান পান্নু, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সংগঠনের নেতা গোলাম মাহবুব, তোফায়েল আহমেদ, মোঃ শফিউল্লাহ,কবির হোসেন। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রহমান পারভেজ সহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা আতাউল্লাহ মাহাদী। উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, বরিশাল জেলা সমিতির নির্বাহী সদস্য মীর্জা জাহাঙ্গীর হোসেন শানু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২৪ শে জুলাই ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার স্থায়ী বরিশাল সদর উপজেলার কাউয়ারচর। তার স্ত্রী ২০২০ সালের ২১ শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বর্তমানে তার দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।